৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কাজ চলছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৫:১০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
৫-হাজার-মেগাওয়াট-বিদ্যুৎ-উৎপাদনে-কাজ-চলছে-বিদ্যুৎ-প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে উল্লেখ জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমরাও এর বাইরে না। বিশ্বের অর্থনীতি এখন মূল্যস্ফীতির শিকার। মূল্যস্ফীতি কেউ চায় না। এর প্রভাব মানুষকে ব্যাপক অর্থনৈতিক কষ্টের দিকে ঠেলে দেয়। আমরা এখন এ অবস্থা অতিক্রম করছি। মূল্য সমন্বয়, লোডশেডিংয়ের মধ্য দিয়ে আমরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নানামুখী পদক্ষেপ ও সমন্বয়ের মধ্য দিয়ে চলছে আমাদের বিদ্যুৎ খাত ও অর্থনীতি। তার আহ্বানে সাড়া দিয়ে মানুষ এই কষ্ট সহ্য করে নিচ্ছে। আরো কয়েকটা মাস আমাদের ধৈর্য ধরতে হবে। এক থেকে দুই মাসের মধ্যে ভালো অবস্থানে যাবো আমরা।
নসরুল হামিদ আরো জানান, বৈদ্যুতিক গাড়ির বিষয়ে আমরা একটি গাইডলাইন তৈরি করেছি। এটি চূড়ান্ত হলে আমরা আরো এগিয়ে যাবো। তেলচালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ির এফিসিয়েন্সি বেশি। তাই এটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বহু দেশ হাইড্রোজেন নিয়েও কাজ করছে। আমরাও বিষয়টি চিন্তা করছি।