শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্পেনে ভয়াবহ শিলাবৃষ্টিতে শিশুর মৃত্যৃ, আহত ৫০

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

স্পেনে-ভয়াবহ-শিলাবৃষ্টিতে-শিশুর-মৃত্যৃ-আহত-৫০

স্পেনে-ভয়াবহ-শিলাবৃষ্টিতে-শিশুর-মৃত্যৃ-আহত-৫০

স্পেনে ভয়াবহ শিলাবৃষ্টির ঘটনায় শিলার আঘাতে ২০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের কাতালোনিয়ার জিরোনা অঞ্চলে আঘাত হানে ভয়াবহ এ শিলাবৃষ্টি। মাত্র ১০ মিনিটের শিলাবৃষ্টিতে আহত হয়েছেন অর্ধশত লোক। একেকটি শিলার ব্যাস ছিল ৪ ইঞ্চি পর্যন্ত। আহতদের বেশিরভাগেরই হাড় ভেঙেছে কিংবা শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে।

শিলাবৃষ্টির সময় কাছের একটি হোটেলে গান পরিবেশন করছিলেন শিল্পী সিকাস কারবোনেল। তিনি শিলাবৃষ্টির ভিডিও ধারণ করেন। তিনি বলেন, ‘মানুষ চিৎকার করে পালাতে শুরু করে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ছোট ছোট ছেলে- মেয়েরা ছোটাছুটি শুরু করে, কয়েকজন বাবা-মা কেবল তাদের সন্তানদের আঁকড়ে ধরতে পেরেছিলেন।’

আরো পড়ুন>> দুই বছর পর আবারও ‘লা টমাটিনা’ উৎসবে মাতল স্পেন

কারবোনেল বলেন, ‘তিন কিংবা চার বছরের একটি মেয়ে কোনও জায়গায় আশ্রয় নিতে পারেনি। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম... এরপরই একটি শিলা কাপড় ভেদ করে আছড়ে পড়ে... আমি আমার গ্রুপকে বললাম আমাদের হয় রেস্টুরেন্টে আশ্রয় নিতে হবে নয়তো টেনিস বলের একটি আমাদের উপরে পড়তে পারে’।

লা বিসবাল ডি’এমপোরদা গ্রামে মাথায় শিলার আঘাত পাওয়া শিশুটি জিরোনার ট্রুয়েটা হাসপাতালে মারা যায় বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় আকারের শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া সংস্থা মিটিওক্যাট। বুধবার ওই অঞ্চলের কিছু অংশে ঝড়ের পূর্বাভাস অব্যাহত রয়েছে।