চীনের কসাইখানায় ক্ষুধার জ্বালায় কাঁদছিল ১৫০ বিড়াল
প্রকাশিত : ১১:৫০ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার
চীনের-কসাইখানায়-ক্ষুধার-জ্বালায়-কাঁদছিল-১৫০-বিড়াল
মঙ্গলবার এক বিবৃতিতে এইচএসআই জানায়, বাসা-বাড়িতে যেসব বিড়াল পাওয়া যায় উদ্ধাররা বিড়াল সেই জাতের। তবে সেগুলো বেওয়ারিশ। বর্তমানে এসব বিড়ালকে স্থানীয় প্রাণী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
এইচএসআইয়ের বিবৃতিতে বলা হয়, বিড়ালগুলোকে ধরতে জীবন্ত চড়ুই পাখির টোপ দিয়ে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বৈদ্যুতিক খাঁচা ব্যবহার করেছে শিকারিরা।
এইচএসআইয়ের বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে এসব বিড়াল ধরা হয়েছে। ধরার পর তাদের ঠিকমতো খেতে দেওয়া হয়নি। কসাইখানা থেকে যখন উদ্ধার করা হয় অধিকাংশ বিড়াল ছিল দুর্বল। ক্ষুধার যন্ত্রণায় কাঁদছিল তারা। দৃশ্যটি ছিল খুবই বেদনাদায়ক। ঐ কসাইখানা থেকে বেশ কিছু জীবন্ত চড়ুই পাখিও উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।
চীনে কুকুর-বিড়ালের মাংস বেশ দামি ও জনপ্রিয়। এইচএসআইয়ের তথ্যানুযায়ী, প্রতিবছর চীনে খাওয়ার উদ্দেশে প্রায় ১ কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল হত্যা করা হয়।
সূত্র- ফ্রান্স ২৪।