রাশিয়া থেকে তেল-গ্যাস-গম কিনতে চুক্তি করতে যাচ্ছে তালেবান
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার
রাশিয়া-থেকে-তেল-গ্যাস-গম-কিনতে-চুক্তি-করতে-যাচ্ছে-তালেবান
বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কর্মকর্তারা এ ব্যাপারে মস্কোতে চূড়ান্ত আলোচনা করেছে। চুক্তির মেয়াদ নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। আফগানিস্তানের অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, কর্মকর্তারা তেল, গ্যাস ও গম আমদানির জন্য আলোচনা করেছেন।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি বলেছেন, রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে রাশিয়ার সরবরাহের বিপরীতে কীভাবে অর্থ পরিশোধ করা হবে সে ব্যাপারেও আলোচনা হয়।
আরো পড়ুন>> মাতাল অবস্থায় মায়ের গায়ে হাত তোলেন বাবা, থানায় এসে অভিযোগ দায়ের ৭ বছরের ছেলের
আজিজ বলেন, তৃতীয় একটি দেশের মাধ্যমে অর্থ পরিশোধ করা হবে। তবে কোন দেশের মাধ্যমে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
জানা গেছে, আগে থেকেই রাশিয়ার পণ্য আমদানি করছে আফগানিস্তান। বিশেষ করে তেল ও খাদ্য। দেশ দুইটির মধ্যে বার্ষিক ২০ কোটি ডলারের বাণিজ্য হচ্ছে।