জিয়াউর রহমানের হুকুমে বঙ্গবন্ধুকে হত্যা: প্রাণিসম্পদমন্ত্রী
প্রকাশিত : ০৪:১০ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার
জিয়াউর-রহমানের-হুকুমে-বঙ্গবন্ধুকে-হত্যা-প্রাণিসম্পদমন্ত্রী
বুধবার খুলনা জেলা সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নিউজ টোয়েন্টিফোর এর বার্তা প্রধান রাহুল রাহা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলীর শুভ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজু রহমান।
রেজাউল করিম বলেন, সংগঠন ঠিক থাকলে সব ঠিক থাকবে আর সংগঠন ঠিক না থাকলে কিছুই থাকবে না। বঙ্গবন্ধু হত্যার পর সংগঠন যেভাবে থাকার দরকার ছিল সেভাবে ছিল না। শেখ হাসিনা যদি ফিরে না এসে হাল ধরতেন তাহলে আজকের এদিন আমরা ফিরে পেতাম না। দেশের এ উন্নয়ন অগ্রগতিও হতো না।
আরো পড়ুন> আত্মহত্যায় প্ররোচনা: ব্র্যাক ছাত্রী সানজানার বাবা গ্রেফতার
তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও বঙ্গবন্ধু হত্যার খণ্ডিত বিচার হয়েছে। তবে এ বিচারে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। কেননা এখনো এ হত্যার নেপথ্যে যারা ছিলেন তাদের চিহ্নিত করে এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। এ হত্যার কুশীলব ছিলেন তাদের জাতির সামনে এখনো উপস্থাপন করতে পারিনি।
তিনি আরো বলেন, হত্যাকারীদের দেশের বাইরে পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান এবং এরশাদ এদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করা যাবে না সেই আইন করেছিলেন জিয়াউর। বঙ্গবন্ধু হত্যার বিচার না হওয়া, খুনিদের পুনর্বাসন, ক্ষমতায় বসানো এসব কিছুই করা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমানের নেতৃত্বে।
রেজাউল করিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে নেতৃত্ব দিয়ে একটি বিপর্যস্ত-বিধ্বস্ত দেশের হাল ধরে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সব সময় মাথায় রাখতে হবে শেখ হাসিনা না থাকলে উন্নয়ন হবে না, পদ্মাসেতু হবে না, শেখ হাসিনা না থাকলে দেশ আবারো পিছনে চলে যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খুলনা জেলার সাংবাদিক ফোরাম ঢাকার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ ওয়াজ, দফতর সম্পাদক জোনায়েদ আলী সাকি, অর্থ সম্পাদক জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম।