ফুলের বাগান করার পূর্বশর্ত
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার
ফুলের-বাগান-করার-পূর্বশর্ত
অনেকেই আছেন যারা বাড়িতে সুন্দর বাগান তো তৈরি করতে চান, কিন্তু গাছ এনে টবে লাগালেও তা সুন্দর ফুল দিতে পারে না। অসময়েই মারা যাচ্ছে গাছ, কিংবা কুড়ি ফুটে ওঠার আগেই তা ঝরে যায়। চিন্তা করবেন না, সমস্যার সমাধান আছে। জেনে নিন উপায়-
>> বাজার থেকে প্রথমে টাটকা সতেজ কিছু ফুল গাছের চারা কিনে আনুন। শুধু ফুলের চারা নয় সেই সঙ্গে জৈব সারও কিনে আনতে পারেন।
>>তারপর সেগুলো বাড়ির ছাদে হোক কিংবা বারান্দায়, রোদ আসে এমন জায়গায় গাছ লাগিয়ে টবটা রাখুন।
>> টবে নিয়মিত পানি দিন। মাঝে মধ্যে বাজার থেকে কেনা জৈব সার দিয়ে গাছের গোড়া পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পারলে মাঝে মধ্যে গাছের পাতায় পোকা মারা ওষুধ স্প্রে করেও দিতে পারেন। তাহলেই ভালো থাকবে আপনার শখের ফুলের বাগান।