বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বৈপ্লবিক পরিবর্তন: টেলিযোগাযোগমন্ত্রী

প্রকাশিত : ১০:১০ এএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার

প্রধানমন্ত্রীর-নেতৃত্বেই-ডিজিটাল-বাংলাদেশ-বাস্তবায়নে-বৈপ্লবিক-পরিবর্তন-টেলিযোগাযোগমন্ত্রী

প্রধানমন্ত্রীর-নেতৃত্বেই-ডিজিটাল-বাংলাদেশ-বাস্তবায়নে-বৈপ্লবিক-পরিবর্তন-টেলিযোগাযোগমন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূর দৃষ্টিসম্পন্ন নেতৃত্বে গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আইটিইউ টেলিযোগাযোগ খাতের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে আইটিইউ’র সদস্যপদ অর্জন এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র স্থাপনের মাধ্যমে কৃষিভিত্তিক এ দেশে ডিজিটাল বিপ্লবের বীজ বপন করেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বপন করা সেই বীজকে তার মহীরূহে রূপান্তর করেছেন।

সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে ডিজিটাল সংযোগ বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষা প্রবর্তনে মোস্তাফা জব্বারের ভূমিকারও প্রশংসা করেন পিটার হাস।

এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, টেলিযোগাযোগ খাতের অগ্রগতি, রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগের সুবিধার্থে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টেলিযোগাযোগ সুবিধা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলাপ করেন।