বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে হবে: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১:১০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

সোনার-বাংলা-বিনির্মাণের-মাধ্যমে-বঙ্গবন্ধুর-ঋণ-শোধ-করতে-হবে-নৌপ্রতিমন্ত্রী

সোনার-বাংলা-বিনির্মাণের-মাধ্যমে-বঙ্গবন্ধুর-ঋণ-শোধ-করতে-হবে-নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে তার ঋণ শোধ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর সদরঘাটের নতুন টার্মিনাল ভবনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি শেখ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া ও বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মানবিক আদর্শ। তাই যাত্রীদের প্রতি মানবিক হতে হবে। আমরা যারা আওয়ামী লীগ করি, তারা বাংলার মানুষের অধিকারের কথা বলি। দেশকে ভাল রাখার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের চেষ্টা করছি। ৩০ লাখ শহিদ ও দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনের মর্যাদার জন্য রাজনীতি করছি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজের জন্য নয়, বাংলার মানুষের জন্য রাজনীতি করে। ১৫ আগস্ট জীবন দিয়ে বঙ্গবন্ধু আমাদের ঋণী করে গেছেন। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার ক্ষমতা বাংলাদেশের নাই। তবে সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে তার ঋণ শোধ এবং আদর্শকে শ্রদ্ধা জানাতে পারব।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মাসেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে, টেকনাফ পর্যন্ত রেললাইন হচ্ছে, বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে। এসব দেখে বিএনপির অর্ন্তজ্বালা শুরু হয়েছে। তাদের জ্বালা আমরা বুঝি। বিশ্বমন্দার সময়ে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা দেশের পক্ষে, বাংলার মানুষের পক্ষে কথা বলে না। তারা চিন্তা করে- বাংলাদেশ কেন শ্রীলংকার মতো হয় না।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।