খুনি জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথেও জড়িত: বাহাউদ্দিন নাছিম
প্রকাশিত : ১১:০৫ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
খুনি-জিয়া-বঙ্গবন্ধু-হত্যাকাণ্ডের-সাথেও-জড়িত-বাহাউদ্দিন-নাছিম
মঙ্গলবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাছিম বলেন, রাজনীতি করতে হলে দেশে আসতে হবে। বিদেশে বসে ষড়যন্ত্রের রাজনীতি জনগণ কখনোই গ্রহণ করবে না। দেশ এগিয়ে যাচ্ছে- এমন সময় যড়যন্ত্রকারীরা সরব হয়ে উঠেছে। তারা চায় না দেশ আত্মনির্ভরশীল হোক। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার মহাপরিকল্পনা করছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রকারীদের অনুসারী এখনো আছে। তারা ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দেয়। এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। দেশকে ব্যর্থ করতে চায়, বাঙালি জাতিসত্তাকে বিনষ্ট করতে চায়। এখনো দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে । সব যড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। জাতির পিতার আদর্শকে নিয়ে দেশকে রক্ষা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।