বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানি দোসররা: আইনমন্ত্রী
প্রকাশিত : ০৯:১০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
বঙ্গবন্ধুকে-হত্যা-করে-পাকিস্তানি-দোসররা-আইনমন্ত্রী
মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ (কাজী ওমর-জাহিদ) আয়োজিত ‘শোকের আগস্ট, শপথের আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত। তার শাসনামলে এই হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা হতে দেয়নি। তিনি ইনডেমনিটি অধ্যাদেশও বাতিল করেননি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কখনোই শুধু আওয়ামী লীগে সীমাবদ্ধ থাকতে চাননি। তিনি সবাইকে নিয়ে সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর এই চাওয়াটার জন্যই তাকে টার্গেট করে দুষ্কৃতিকারীরা। তাদের ধারণা ছিল বঙ্গবন্ধু এবং তার পরিবারকে শেষ করে দিতে পারলেই বাংলাদেশকে শেষ করে দেওয়া যাবে। যার ফলশ্রুতিতে তারা বঙ্গবন্ধু এবং তার পরিবারের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়।
কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।