সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজের জন্য রাজনীতি করে না: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

আওয়ামী-লীগ-নেতাকর্মীরা-নিজের-জন্য-রাজনীতি-করে-না-নৌপ্রতিমন্ত্রী

আওয়ামী-লীগ-নেতাকর্মীরা-নিজের-জন্য-রাজনীতি-করে-না-নৌপ্রতিমন্ত্রী

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা যারা আওয়ামী লীগ করি বাংলার মানুষের অধিকারের কথা বলি। বাংলাদেশকে ভাল রাখার চেষ্টা করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের আমরা চেষ্টা করছি। আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলার মানুষের জন্য রাজনীতি করে, নিজের জন্য নয়। 

মঙ্গলবার ঢাকা সদরঘাটে নতুন টার্মিনাল ভবনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ  এর আয়োজন করে। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৫ আগস্ট জীবন দিয়ে বঙ্গবন্ধু আমাদের ঋণী করে গেছেন। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার ক্ষমতা বাংলাদেশের নেই। সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে তার ঋণ শোধ এবং তার আদর্শকে শ্রদ্ধা জানাতে পারবো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভপতি শেখ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন এবং সহসভাপতি নুর ইসলাম।