দেশে চালের অভাব নেই: খাদ্যমন্ত্রী
প্রকাশিত : ০৭:১০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
দেশে-চালের-অভাব-নেই-খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের অভাব নেই। ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল মজুদ আছে। আরো দুইদিন চাল সংগ্রহের সময় আছে। এ সময়ে আরো প্রায় ৫০ হাজার চাল সংগ্রহ হবে। এতে করে আমাদের শতভাগ চাল সংগ্রহ পূরণ হবে।
মঙ্গলবার সকালে নওগাঁ সার্কিট হাউসে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। ১ সেপ্টেম্বর সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচী এবং টিসিবির কার্ড ধারীদের মাঝে চাল ও আট বিতরণ উপলক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
মন্ত্রী বলেন, আমাদের হিসাবে বাহিরে বাজারে চালের দাম কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি পেয়েছে। ভোক্তাদের কষ্ট না দিতে, সাশ্রয়ী মূল্যে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচী চালু করা হচ্ছে।
তিনি বলেন, আগে ৮১৩টি ওএমএস কেন্দ্র চালু ছিল এবং ১ মেট্রিক টন চাল বিক্রি করা হতো। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সারাদেশে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। এছাড়া ঢাকা মহানগরীতে ৫০টি ট্রাকে ৩০ টাকা কেজি দরে সাড়ে ৩ মেট্রিক টন চাল বিক্রি হবে। টিসিবি কার্ডধারীদেরও অগ্রাধিকার দেওয়া হবে এবং মাসে ৫ কেজি করে ২ বার চাল কেনা যাবে।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ হাজার ১১০ জন ডিলারের মাধ্যমে ৫০ লাখ পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল বিক্রি হবে। খাদ্যবান্ধবদের জন্য স্মার্ট কার্ড দেওয়া হবে। এরই মধ্যে ৮০ শতাংশ যাচাই-বাছাই কাজ প্রায় শেষ।
ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচীর সুবিধাভোগীরা বাজারে চাল কিনতে না গেলে স্বাভাবিক ভাবেই চালের দাম কমে আসবে বলে মনে করেন সাধন চন্দ্র মজুমদার।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।