বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল পাস

প্রকাশিত : ০৯:১০ এএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

সংসদে-বেসরকারি-মেডিকেল-ও-ডেন্টাল-কলেজ-বিল-পাস

সংসদে-বেসরকারি-মেডিকেল-ও-ডেন্টাল-কলেজ-বিল-পাস

জাতীয় সংসদ অধিবেশনে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল-২০২২  সংশোধিত আকারে পাস করা হয়েছে।

সোমবার বিলটি উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

দেশে বেসরকারি পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান রেখে এ বিলটি পাস করা হয়। বিলে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপন পরিচালনা, চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য প্রয়োজনীয় বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ এবং গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।