সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান ফেরাতে লিভ টু আপিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১০:১০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
সরকারি-কর্মচারীদের-গ্রেফতারে-পূর্বানুমতির-বিধান-ফেরাতে-লিভ-টু-আপিল-জনপ্রশাসন-প্রতিমন্ত্রী
সোমবার জাতীয় সংসদে সরকারি চাকরি আইনের সংশোধনী বিল উত্থাপনের সময় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আইনে কারো ব্যক্তিগত অপরাধের দায়মুক্তি নেই। সরকারি কর্মচারীরা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেজন্য বিভিন্ন দেশের আইনে গ্রেফতারের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির বিধান আছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল করবে।
সরকারি চাকরি আইনের সংশোধনী বিল সংসদে উত্থাপনের পর সেটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বেতন-ভাতা নির্ধারণে অর্থ বিভাগের করণীয় সম্পর্কে বিধান স্পষ্ট করতে বিলটি আনা হয়েছে।
এর আগে, ২৫ আগস্ট সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এই ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে তাকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।