বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুব বেশি লোক এখন ভারতে চিকিৎসার জন্য যায় না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯:১০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

খুব-বেশি-লোক-এখন-ভারতে-চিকিৎসার-জন্য-যায়-না-স্বাস্থ্যমন্ত্রী

খুব-বেশি-লোক-এখন-ভারতে-চিকিৎসার-জন্য-যায়-না-স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ থেকে প্রতিবেশী ভারতে চিকিৎসার জন্য এখন খুব বেশি লোক যায় না বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএনপির আমলে স্বাস্থ্য সেবা খাতে কোনো উন্নয়ন হয়নি জানিয়ে বলেন, প্রতিবেশী ভারতে চিকিৎসার জন্য খুব বেশি লোক যায় না। যখন স্বাস্থ্যসেবার ব্যবস্থা দেশেই করবেন, তখন লোকে বাইরে যাবে না। আপনারা কিছুই তৈরি করেননি। গত ১৫ বছরে এ খাতে যে উন্নয়ন হয়েছে তাতে দেশের গড় আয়ু ৭৩ বছর, এমডিজি অর্জন হয়েছে। ভ্যাকসিন হিরো হয়েছেন। আপনাদের সময় একটা পুরস্কারের মুখও কেউ দেখেনি। সেটা ভুলে গেলে চলবে না। আপনারা সেটা ভুললে চলবে না। আপনাদের সময়ে কয়টা হাসপাতাল ছিল? এখন কয়টা হাসপাতাল আছে সেটা জানেন? দুই একটা বলতে হয়। দেশে ১১১টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে। আপনাদের সময় ১০টাও ছিল না। এখন নার্সিং ইনস্টিটিউট আছে সাড়ে ৩শ’। আপনাদের সময় সিট ছিল সাড়ে ছয়শ’। এখন ৩৪ হাজার নার্সিং আসন রয়েছে।

আরো পড়ুন> মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

বিরোধী দল জাতীয় পার্টির পীর ফজলুর রহমান আরেক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ওষুধ প্রশাসন দাম নির্ধারণ করে দেয়। তার মধ্যে এর কাঁচামাল যেগুলো আমদানি করা হয় এবং অন্যন্য উৎপাদন খরচ ধরে কত ভ্যাটকে যোগ করে একটা মূল্য ঠিক করে দেওয়া হয়। কিন্তু ওষুধের তার পরের দামটা (ভোক্তা পর্যায়ে) ওষুধ প্রশাসন দেখে না। ভ্যাট নির্ণয়টা সঠিক আছে কিনা, সেটা তার এখতিয়ার। এসেনসিয়াল ড্রাগের ১৩০টির মতো আমরা নিয়ন্ত্রণ করে থাকি। বাকি শত শত ওষুধের দামটা আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা শুধু ভ্যাট ও উৎপাদন খরচ দেখে থাকি। আসলে দামের এত তারতম্য হওয়া উচিত না। অনেকেই কাঁচামাল ইউরোপ থেকে আনেন। তাদের দাম বেশি। কেউ ভারত ও চায়না থেকে আনে, তাদের আবার দাম একটু কম থাকে। এটারও একটা তারতম্য হয়। তারপরও দামের এত তারতম্য হওয়া উচিত না। আমরা বিষয়টি দেখব। যাতে এ বিষয়ে যা যা করার দরকার আমরা করব।