নেটফ্লিক্সের ‘খুফিয়া’-তে আলোচনায় বাঁধনের লুক
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
নেটফ্লিক্সের-খুফিয়া-তে-আলোচনায়-বাঁধনের-লুক
বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমার নাম ‘খুফিয়া’। সোমবার বিকেলে নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে এর টিজার। যেখানে অন্যান্য বলিউড তারকার সঙ্গে এক ঝলক দেখা গেছে বাঁধনকেও।
‘খুফিয়া’য় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু ও আলী ফজল। তাদের ছাড়াও টিজারে আশিষ বিদ্যার্থী এবং ওয়েব সিরিজ ‘গ্রহণ’ খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বিকে দেখা গেছে।
নেটফ্লিক্সের সিনেমায় বাঁধনকে শাড়ি পরা বাঙালি লুকেই দেখা গেছে। তার উপস্থিতির কারণে ‘খুফিয়া’ বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের দর্শক অনুরাগীদের কাছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধনকে অভিনন্দন জানিয়ে দেশের অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি সাধারণ দর্শকও পৌনে এক মিনিটের ‘খুফিয়া’র টিজার শেয়ার করছেন।
‘খুফিয়া’ ছবিটি মূলত সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। টিজার প্রকাশ্যে এলেও সিনেমাটি কবে নেটফ্লিক্সে দেখা যাবে, তা জানা যায়নি।
এর আগে একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি।