বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে ৩২ কোটি ৩১ লাখের বেশি করোনা টিকা আমদানি

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

দেশে-৩২-কোটি-৩১-লাখের-বেশি-করোনা-টিকা-আমদানি

দেশে-৩২-কোটি-৩১-লাখের-বেশি-করোনা-টিকা-আমদানি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এ পর্যন্ত করোনাভাইরাসের টিকা আমদানি করা হয়েছে ৩২ কোটি ৩১ লাখের উপরে। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪ কোটির উপরে।

সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের আলী আজমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এসব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধকল্পে এ পর্যন্ত (২২ আগস্ট, ২০২২) ৩২, ৩১, ০৯, ৫০০(বত্রিশ কোটি একত্রিশ লাখ নয় হাজার পাঁচশত) ডোজ টিকা আমদানি করা হয়েছে। গত ২২ আসস্ট (২০২২ সাল) পর্যন্ত ১২,৯৮,৬০,৫৭৮ (বার কোটি আটানব্বই লাখ ষাট হাজার পাঁচশত আটাত্তর) জনকে প্রথম ডোজ; ১২,১০, ৬৭, ৭৪০( বার কোটি দশ লাখ সাতষট্টি হাজার সাতশত চল্লিশ) জনকে দ্বিতীয় ডোজ এবং ৪, ২৭, ৬৯,৭৭৭ (চার কোটি সাতাশ লাখ ঊনসত্তর হাজার সাতশত সাতাত্তর) জনকে তৃতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।