১২ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রল পাম্প ধর্মঘট স্থগিত
প্রকাশিত : ০৫:১০ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
১২-সেপ্টেম্বর-পর্যন্ত-পেট্রল-পাম্প-ধর্মঘট-স্থগিত
রোববার বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলানো হয়েছে বলে সোমবার দুপুরে বিপিসির ঢাকার লিয়াজোঁ অফিসে এক সংবাদ সম্মেলনে জানান সংগঠনটির সভাপতি মো. নাজমুল হক।
সংবাদ সম্মেলনে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, তাদের দাবিগুলোর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের বলেছি, আপনারা কিছুদিন সময় দেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন।
আরো পড়ুন> জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত শিগগিরই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নাজমুল হক বলেন, বিপিসির সঙ্গে বৈঠকের পর আমাদেরও মনে হয়েছে, এ বিষয়গুলোতে একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক প্রয়োজন। তাই আমরা ১২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর থেকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু করা হবে।
গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. নাজমুল হক পাঁচ দফা দাবিতে আগামী বুধবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে পেট্রল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেন।