ফের স্বপ্ন ভাঙলো বিএনপির
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ফের-স্বপ্ন-ভাঙলো-বিএনপির
মানবাধিকার লঙ্ঘন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কমিশন কর্তৃক প্রকাশিত রিপোর্টে বাংলাদেশের নাম আসেনি। রিপোর্টে বলা হয়েছে, জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ নেই।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি মনে করেছিল- মিশেল ব্যাচেলেটের বক্তব্যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রতিষ্ঠা পেয়েছে। এতে বিএনপির সরকারবিরোধী আন্দোলন তরান্বিত হবে ও রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হবে। সেই লক্ষ্যে দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রচারে মাঠে নেমেছিলেন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু তাদের সে আশায় গুঁড়ে বালি হয়ে গেল।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের রিপোর্টে বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে সর্বাধিক গুরুত্ব প্রদান এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার বিষয়ক মানবাধিকারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া এসব ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা যুগান্তকারী অর্জনকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
রাজনোইতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মানবাধিকার নিয়ে বিএনপি ও কথিত সুশীল সমাজের অভিযোগগুলো অতিরঞ্জিত প্রমাণিত হয়েছে। যা বিএনপির জন্য একটি বড় ধাক্কা। কারণ দলটির নেতাকর্মীরা মনে করেছিলেন- মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে মানবাধিকার ইস্যুকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে সক্ষম হয়েছে বিএনপি। যা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট বিএনপির সেই স্বপ্ন ভেঙে দিয়েছে।