সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি-জামায়াত একে অপরের পরিপূরক: হানিফ

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

বিএনপি-জামায়াত-একে-অপরের-পরিপূরক-হানিফ

বিএনপি-জামায়াত-একে-অপরের-পরিপূরক-হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পাকিস্তানের আদর্শে বিশ্বাসী বিএনপি-জামায়াত একে অপরের পরিপূরক। এরা কখনো আলাদা হতে পারে না।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা পরিচালিত হয়। পাকিস্তানের আদর্শে বিশ্বাসী বিএনপি-জামায়াত কখনো আলাদা হবে না।

তিনি আরো বলেন, জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপি থেকে আলাদা হওয়ার কথা বলেছেন। আমি বলতে চাই- এটা তাদের রাজনৈতিক কৌশল। বিএনপি-জামায়াত কখনো আলাদা হতে পারে না। কারণ তারেক রহমান বলেছিলেন- ছাত্রশিবির-ছাত্রদল এক মায়ের পেটের দুই ভাই।

মাহবুব উল আলম হানিফ বলেন, জনগণকে বিভ্রান্ত করতে জামায়াত এখন বিচ্ছেদের কথা প্রচার করছে। বাংলাদেশে বিএনপি-জামায়াত যতদিন থাকবে, ততদিন ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হবে না। পাকিস্তানের দোসর বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিতে হবে। এদের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে পারলে দেশ এগিয়ে যাবে।

সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।