মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেকআপ গলে যাবে না, তেমন তিনটি টোটকা 

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

মেকআপ-গলে-যাবে-না-তেমন-তিনটি-টোটকা 

মেকআপ-গলে-যাবে-না-তেমন-তিনটি-টোটকা 

এই গরমে ঘর থেকে বের হলে মুখের ত্বক পুড়ে খাক হয়। মেকআপ গলে যায়। মেকআপ ঠিক রাখার তিনটি টোটকা জেনে নিন।

>> এই তাপদাহে ফাউন্ডেশন, ফেসপাউডার বাদ রাখুন। চোখের সাজে মন দিন। দুইটি কাজ করুন। এক সাধারণ কাজল একটু মোটা করে ব্যবহার করতে পারেন। আর তার চেয়েও বেশি নজর দিতে হবে আইলাইনারে। কালো নয়। নীল, সবুজ, বেগুনির মতো উজ্জ্বল রঙের ওয়াটারপ্রুফ আইলাইনার লাগান। মুখ উজ্জ্বল দেখাবে।

>> মুখে একেবারে কিছুই লাগাবেন না, তা কিন্তু নয়। খুব হালকা করে ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশন গলে যেতে পারে মনে হলে লাগিয়ে দেখতে পারেন কোনো পছন্দের ব্র্যান্ডের ‘বিবি’ ক্রিম। এতে ত্বক উজ্জ্বল ও আর্দ্র দেখাবে।

>> অনেকেই মনে করেন, অধিক রৌদ্রের দিনে বেশি উজ্জ্বল রঙের লিপস্টিক মানায় না। এ সময়ে বেশ চকচকে লিপগ্লস লাগাতে পারেন।  কোনো হালকা রঙের লিপগ্লস সাজে আনতে পারে চাকচিক্য।