বিদেশের ১১৭ প্রেক্ষাগৃহে ‘হাওয়া’ মুক্তির ঘোষণা
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
বিদেশের-১১৭-প্রেক্ষাগৃহে-হাওয়া-মুক্তির-ঘোষণা
এবারই প্রথম উত্তর আমেরিকার কোনো বড় সিনেমা চেইন (কানাডার দ্বিতীয় বৃহত্তম সিনেমা চেইন ল্যান্ডমার্ক সিনেমাস) নিজেরা উদ্যোগী হয়ে তাদের ২টি থিয়েটারে বাংলাদেশের কোনো সিনেমা (হাওয়া) চালানোর জন্য পরিবেশককে (স্বপ্ন স্কেয়ারক্রো) খুঁজে বের করেছে বলে দাবি করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকে হাওয়া সিনেমা নিয়ে দর্শকের উন্মাদনার ওপর করা একটা প্রতিবেদন ল্যান্ডমার্কের নজরে আসে। তারপর যখন তারা দেখে, বাংলাদেশের সিনেমা কানাডায় নিয়মিত থিয়েট্রিক্যালি রিলিজ হয়, তারা আর বসে থাকেনি।
কানাডার প্রধান সিনেমা চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ ও যুক্তরাষ্ট্রের ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস’ ২৫ আগস্ট রাত থেকেই বিক্রি করছে হাওয়া সিনোর অগ্রিম টিকিট।
স্বপ্ন স্কেয়ারক্রো প্রধান অলিউল্লাহ সজীব বলেন, কানাডা ও আমেরিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। সাত দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোয় হাওয়া সিনেমার টিকিট বিক্রি শুরু করা আমাদের সিনেমার জন্য অভূতপূর্ব ও দারুণ গৌরবের বিষয়।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষ থেকে হাওয়া সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, হাওয়া আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা বিশ্বাস করি।
২ সেপ্টেম্বর মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া একযোগে কানাডা ও আমেরিকার ১১৭টি থিয়েটারে (কানাডা ১৩, আমেরিকা ১০৪) মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ৯১টি থিয়েটারে (কানাডা ৭, আমেরিকা ৮৪) একযোগে মুক্তি পেয়ে সর্বাধিক থিয়েটারে মুক্তির রেকর্ড গড়েছিল পাপ পুণ্য সিনেমাটি।
সিনেমাটির নানা চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাসিরসহ অনেকে।