বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনুদানের সিনেমা কমপক্ষে ২০ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হবে

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

অনুদানের-সিনেমা-কমপক্ষে-২০-প্রেক্ষাগৃহে-মুক্তি-দিতে-হবে

অনুদানের-সিনেমা-কমপক্ষে-২০-প্রেক্ষাগৃহে-মুক্তি-দিতে-হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব আহ্বান করেছে। ১৫টি শর্তসাপেক্ষে এই প্রস্তাব আহ্বান করা হয়েছে। জানানো হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কমপক্ষে ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হবে। 

রোববার (২৮ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ আদেশ প্রকাশ করা হয়েছে।

আদেশে অনুদানপ্রাপ্ত সিনেমার ক্ষেত্রে শর্ত বেঁধে দিয়ে বলা হয়েছে, অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শেষে সেন্সর সনদ প্রাপ্তি সাপেক্ষে দেশের কমপক্ষে ২০টি সিনেমাহলে মুক্তি দিতে হবে। অনুদানে নির্মিত চলচ্চিত্রগুলো বাংলাদেশ টেলিভিশনের চাহিদা মতে প্রদর্শনের জন্য প্রযোজক সরবরাহ করবেন।

১১ নম্বর শর্তে বলা হয়েছে, কোনো প্রযোজক পরপর ২ বছর অনুদান পাওয়ার যোগ্য হবেন না। তবে একই প্রযোজক দ্বিতীয়বার অনুদান পাওয়ার পর ৪ বছর পার করে পুনরায় অনুদানের জন্য আবেদন করতে পারবেন। একজন প্রযোজক সর্বোচ্চ তিনবারের বেশি অনুদান পাবেন না।

শর্ত হিসেবে আরো বলা আছে, অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শেষে সিনেমা হলে মুক্তি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শেষে সেন্সর সনদ গ্রহণ ছাড়া কোনো প্রযোজক পুনরায় অনুদানের জন্য আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব আগামী ৩১ অক্টোবর বিকাল ৪টার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখায় পৌঁছাতে হবে। উক্ত তারিখ ও সময়ের পরে কোনো প্রস্তাব আবেদন গ্রহণ করা হবে না।