অতিরিক্ত সচিবের ২৯ বই, সোমবার ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
অতিরিক্ত-সচিবের-২৯-বই-সোমবার-ব্যবস্থা-জনপ্রশাসন-প্রতিমন্ত্রী
রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক তালিকা এসেছে। হয়তো ঐ অতিরিক্ত সচিব তালিকায় নাম দিয়েছে। আমরা বিষয়টি দেখছি। তালিকা চূড়ান্ত করার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।
তিনি আরো বলেন, শুধু ঐ ২৯টি বই নিয়ে নয়। সার্বিকভাবেই বিষয়টি যাচাই-বাছাই হবে। এমনও হতে পারে- প্রাথমিক এ তালিকা যাচাই সাপেক্ষে ১৪৭৭টি বইয়ের নামই তালিকা থেকে বাতিল হতে পারে। আবার সুনির্দিষ্ট বিষয় ধরেও বই কেনা হতে পারে।
সম্প্রতি, সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য এক হাজার ৪৭৭টি বইয়ের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামেরই ২৯টি বই রয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।