শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের বিপক্ষে নামার কয়েক ঘণ্টা আগে বদলে গেল ভারতের কোচ

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

পাকিস্তানের-বিপক্ষে-নামার-কয়েক-ঘণ্টা-আগে-বদলে-গেল-ভারতের-কোচ

পাকিস্তানের-বিপক্ষে-নামার-কয়েক-ঘণ্টা-আগে-বদলে-গেল-ভারতের-কোচ

হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ভারতীয় দলে হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে কোচ। এই কয়দিন ভিভিএস লক্ষ্মণ দায়িত্ব পালন করলেও এশিয়া কাপের শুরু থেকে কোচ হিসেবে কাজ করবেন রাহুল দ্রাবিড়।

অবশ্য দ্রাবিড়ই ভারতের নিয়মিত কোচ। করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে দুবাই যেতে পারেননি তিনি। ফলে এত দিন তার জায়গায় দলের সঙ্গে কোচ হিসাবে ছিলেন লক্ষ্মণ। দ্রাবিড় দায়িত্ব বুঝে নেয়ায় তিনি দেশে ফিরে গেছেন।

দ্রাবিড়ের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ হতেই দুবাই উড়ে যান তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোচ দ্রাবিড় কোভিড মুক্ত। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।’

সেখানে আরো বলা হয়েছে, ‘তার অনুপস্থিতিতে অন্তর্বর্তী কোচ হিসাবে দলের সঙ্গে ছিলেন লক্ষ্মণ। তিনি ব্যাঙ্গালুরু ফিরে ভারত ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।’ উল্লেখ্য, নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে ভারত ‘এ’ দল তিনটি চার দিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে।

কোভিড হওয়ায় ২৩ আগস্ট থেকে ব্যাঙ্গালুরুতে নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন দ্রাবিড়। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা দ্রাবিড়ের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছিলেন। তার মৃদু উপসর্গ ছিল। বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে ছিলেন, সুস্থ হলেই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়।

দ্রাবিড় কবে দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। প্রতিযোগিতায় রোহিতদের প্রথম ম্যাচের আগেই তিনি দুবাই পৌঁছে যাওয়ায় স্বস্তি ভারতীয় শিবিরে।