প্রাণিসম্পদ খাতের ভালো-মন্দ গণমাধ্যমে তুলে ধরলে দেশ উপকৃত হবে: শ ম রেজাউল করিম
প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
প্রাণিসম্পদ-খাতের-ভালো-মন্দ-গণমাধ্যমে-তুলে-ধরলে-দেশ-উপকৃত-হবে-শ-ম-রেজাউল-করিম
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ সেক্টরের ত্রুটি-বিচ্যুতি গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে আমরা সংশোধন হওয়ার সুযোগ পাচ্ছি। এর মধ্য দিয়ে সাংবাদিকরা শুধু প্রাণিসম্পদ খাতেরই নয়, দেশেরও উপকার করছেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের ফেলোশিপ দিয়ে তাদের কর্মদক্ষতার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন করা যায়। ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রাণিসম্পদ খাত সমৃদ্ধ হতে পারে। এ খাতে যে সাংবাদিকরা কাজ করবেন তাদেরও জ্ঞানের পরিসর বাড়তে পারে। প্রাণিসম্পদ খাতের বিকাশে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করতে চাই।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে ও পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, প্রাণিসম্পদ অধিদফতরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম প্রমুখ।
প্রাণিসম্পদ অধিদফতরের এ ফেলোশিপ প্রোগ্রামে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।