বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে রশিদের অন্যরকম উত্তর
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
বাংলাদেশের-বিপক্ষে-ম্যাচ-নিয়ে-রশিদের-অন্যরকম-উত্তর
টি-২০ ফরম্যাটে চলমান আসন্ন এশিয়া কাপে ৯ম বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ।
এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান। ম্যাচটি সহজেই জিতেছে আফগানরা। ম্যাচ শেষে রশিদ খানের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচে ফেভারিট কোন দল? জিতবে কারা?
সেখানে অনেকটা অন্যভাবে, ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে যে-ই জিতুক, জয় হবে আসলে ক্রিকেটের।’
এমন উত্তর রশিদ যাই দিক না কেন, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উজ্জ্বল এই আফগান ক্রিকেটার। ৮ টি-২০তে নিয়েছেন ১৪ উইকেট। তাও মাত্র ১০ গড়ে। যেখানে ইকোনমি রেটও ছয়ের নিচে।
কেবল টি-২০ নয়, তিন ফরম্যাট মিলিয়েই বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল রশিদ। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলা ১৭ ম্যাচে এই লেগ স্পিনারের শিকার ৪০ উইকেট। গড়ও তিন ফরম্যাট মিলিয়ে মাত্র ১৪.৭৭।