শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিচ্ছেন শামসুল হক টুকু

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার

ডেপুটি-স্পিকার-হিসেবে-শপথ-নিচ্ছেন-শামসুল-হক-টুকু

ডেপুটি-স্পিকার-হিসেবে-শপথ-নিচ্ছেন-শামসুল-হক-টুকু

জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু। রোববার সন্ধ্যা ৭টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রথমদিনই নির্বাচন করা হবে নতুন ডেপুটি স্পিকার। বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যাবলী ঠিক হবে। দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে জাতীয় সংসদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম চূড়ান্ত করে একটি নথি তৈরি করা হয়েছে। শপথবাক্য পাঠ করানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ অধিবেশন শুরুর পর বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে ২০০৯, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

চলতি বছরের ২২ জুলাই গাইবান্ধা-৫ আসনের এমপি ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকার পদ শূন্য হয়।