৬ষ্ঠ এডিনবার্গ সামিটে অংশ নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
৬ষ্ঠ-এডিনবার্গ-সামিটে-অংশ-নিয়েছেন-সংস্কৃতি-প্রতিমন্ত্রী
স্কটল্যান্ডের স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত ষষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক সাংস্কৃতিক সামিটের দ্বিতীয়দিনে (শনিবার) সম্মেলনে অংশ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সম্মেলনের পাশাপাশি তিনি পার্লামেন্টের ডিবেটিং চেম্বার লবিতে ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী হরিয়ানা রাজ্যের শিক্ষা ও পর্যটনমন্ত্রী কানওয়ার পালের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। আলোচনায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার এবং সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কে এম খালিদ স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আনিস চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
সম্মেলনে বাংলাদেশ বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট সদস্য ও ছায়া সংস্কৃতিমন্ত্রী ফয়সাল চৌধুরী, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এবং বাংলাদেশ হাইকমিশন অফিস ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বর্তমানে তিন দিনব্যাপী (২৬-২৮ আগস্ট) ‘সংস্কৃতি এবং একটি টেকসই ভবিষ্যত’ শীর্ষক আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।