ওটিটিতে মুক্তি পেল ‘গ্যাঁড়াকল’
প্রকাশিত : ০৪:২০ এএম, ২৮ আগস্ট ২০২২ রোববার
ওটিটিতে-মুক্তি-পেল-গ্যাঁড়াকল
দেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা নাজমুল দিগন্তের ওয়েব শর্ট ফিল্ম ‘গ্যাঁড়াকল’।
মূলত এটি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প। বেকারত্ব, মাদক আর মাফিয়া! এরপর শুরু হয় আলো-আঁধারের জগতে এক রুদ্ধশ্বাস দৌঁড়। তা নিয়েই তৈরি করা হয়েছে এই ফিল্মটি।
শুক্রবার (২৬ আগস্ট) বঙ্গবিডিতে মুক্তি দেয়া হয় ওয়েব শর্ট ফিল্মটি।
এতে অভিনয় করেছেন আইরিন আফরোজ, শিমুল খান, বাশরি অনন্যা, আরফান অনিক, নাজিরুল আপন, তন্ময় এইচ আর, মুকুল জামিল, শাহাদাত শিশির প্রমুখ।
শর্ট ফিল্ম নিয়ে অভিনেত্রী আইরিন আফরোজ বলেন, কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল। সবাই বেশ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। পুরো গল্পটি মাদক ব্যবসায় জড়িয়ে পড়া এক তরুণীর জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে।
‘গ্যাঁড়াকল’ এর পরিচালক নাজমুল দিগন্ত বলেন, এটা সম্পূর্ণ ভিন্ন চিন্তার একটা গল্প। ক্রাইম ড্রামা ধারার এই শর্ট ফিল্মে অপরাধ জগতের ভয়াবহ অন্ধকারে এক তরুণীকে পাওয়া যাবে।
মূলত নাজমুল দিগন্ত একজন বিজ্ঞাপন নির্মাতা। এখন বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নিয়মিত নাটকও নির্মাণ করছেন। তবে এটিই তার প্রথম ওয়েব শর্ট ফিল্ম।
গ্যাঁড়াকলের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নাজমুল দিগন্ত নিজেই।