সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফায়ার সার্ভিসে ৭১১ জন নিয়োগ দেওয়া হবে, আবেদন ফি ৫০-১০০

প্রকাশিত : ১১:০০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার

ফায়ার-সার্ভিসে-৭১১-জন-নিয়োগ-দেওয়া-হবে-আবেদন-ফি-৫০-১০০

ফায়ার-সার্ভিসে-৭১১-জন-নিয়োগ-দেওয়া-হবে-আবেদন-ফি-৫০-১০০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ৭১১ কর্মী নিয়োগ দেবে এই  প্রতিষ্ঠান। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। ৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ৫০-১০০

১. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)
পদসংখ্যা: ৫৫০
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) হতে হবে। ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও অবিবাহিত হতে হবে।
বেতন স্কেল: ৯ হাজার-২১ হাজার আটশো টাকা (গ্রেড-১৭)

২. পদের নাম: ড্রাইভার (অবিবাহিত)
পদসংখ্যা: ১৫০
যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) ও ওজন কমপক্ষে ১১০ পাউণ্ড হতে হবে। ত্রুটিমুক্ত শারীরিক গঠন। ভারি যান চালনায় বৈধ লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯ হাজার সাতশো-২৩ হাজার চারশো নব্বই টাকা (গ্রেড-১৫)


৩. পদের নাম: মাস্টার ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯ হাজার সাতশো-২৩ হাজার চারশো নব্বই টাকা (গ্রেড-১৫)


৪. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯ হাজার সাতশো-২৩ হাজার চারশো নব্বই টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

বয়সসীমা: ২০২২ সালের ১ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

শর্ত: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। এছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।