৮০ রানে নেই লংকানদের ৯ উইকেট
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
৮০-রানে-নেই-লংকানদের-৯-উইকেট
চার বছর পর পর্দা উঠল এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয় আফগানিস্তান। এ ম্যাচে যেন অচেনা এক শ্রীলংকাকে দেখলো ক্রিকেট বিশ্ব। শততম ম্যাচ খেলা আফগানদের গোলার আঘাত সামলেই উঠতে পারছে না তারা। ৭৩ রানেই হারাতে হয় ৮ উইকেট।
খেলার প্রথম থেকেই শ্রীলংকাকে চেপে ধরেছে নবিরা। প্রথম ২ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। সেখান থেকে যেন আর বেরই হতে পারেনি তারা। চার-ছয়ের এই সময়ে মাত্র ৭৩ রানে ৮ উইকেট হারিয়ে মহা বিপাকে পড়ে লংকানরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৫ ওভারে ৮ উইকেটে ৭৩ রান।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।
শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য স্মরণীয়। কেননা শততম টি-২০ খেলতে নেমেছে আফগানিস্তান।
এ ম্যাচে ওপেনিংয়ে আসেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম বলেই এক রান নিয়ে মেন্ডিসকে স্ট্রাইক দেন পাথুম নিশাঙ্কা। তিন বলে ফেস করলেও পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। এরপরের বলে একইভাবে শূন্য রানে আউট হন চারিথ আসালঙ্কা।
এরপর বলে আসেন নাভিন উল হক। নিজের শেষ বলে উইকেটের পেছনে থাকা রহমানুল্লাহ গুরবাজের হাত ক্যাচ বানিয়ে ৩ রানে ফেরান পাথুম নিশাঙ্কাকে। ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলংকা। ফজল হক ফারুকি নিজের দ্বিতীয় আর লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারটি দেন মেইডেন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে লংকানরা।
সেই চাপ কাটিয়ে উঠতে চতুর্থ ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপাকসে আর দানুশকা গুনাথিলাকা। রাজাপাকসের ছক্কা আর গুনাথিলাকার বাউন্ডারিতে ঐ ওভারে ১৩ রান তুলে নেয় শ্রীলংকা। পঞ্চম ওভারে মুজিব উর রহমান দেন মাত্র ৩ রান। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা পরের ওভারেই দুটি করে ৪টি চার মেরে ২০ রান তুলে নেন রাজাপাকসে আর গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লংকানরা।
৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। কিন্তু দলের রান পঞ্চাশ ছুঁতেই ভুল করে বসেন ধীরগতির গুনাথিলাকা। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ খেলে ডিপ পয়েন্টে ক্যাচ হন ১৭ বলে ১৭ করা এই ব্যাটার। আফগান অফস্পিনারের দ্বিতীয় শিকার হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করে মিডঅফে নাবির হাতে ক্যাচ তুলে দেন এ অলরাউন্ডার। ৬০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।
উল্লেখ্য, ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ।