যারা এদেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ১০:১০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
যারা-এদেশের-স্বাধীনতা-চায়নি-তারাই-বঙ্গবন্ধুকে-হত্যা-করেছিল-স্বাস্থ্যমন্ত্রী
শনিবার দুপুরে মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেনের সভাপতিত্বে এবং জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর মেয়র রমজান আলী, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজি কামরুল হুদা সেলিম প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশর ইতিহাস অত্যন্ত করুন। এই দেশ পূর্ব পাকিস্তান ছিল, আর এই দেশ পাকিস্তানিদের অধিনে ছিল। বাঙালি জাতির কোনো অধিকার ছিল না। এ দেশের সম্পদ পাকিস্তানিরা লুট করে তাদের দেশে নিয়ে যেত। এ দেশের সম্পদ নিয়ে তারা তাদের দেশের উন্নয়ন করেছে। যত কলকারখানা সবকিছুর মালিক ছিল পাকিস্তানিরা।
করোনা সর্ম্পকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বিশ্বের কম দেশই করোনা নিয়ন্ত্রণ করতে পারছে। আমেরিকা পারেনি, ইউরোপ পারেনি, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে বিশ্বে ৫ম স্থান অধিকার করছে।