মঞ্চ অভিনেতা তৈরির লক্ষ্যে ভোলায় অভিনয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
মঞ্চ-অভিনেতা-তৈরির-লক্ষ্যে-ভোলায়-অভিনয়-প্রশিক্ষণ-কর্মশালা-অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড.সুদীপ চক্রবর্তী পরিচালনা করেন দুইদিন ব্যাপী এই অভিনয় প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালায় বিভিন্ন স্কুল কলেজ ও থিয়েটারের অর্ধশতাধিক অভিনয় শিল্পীরা অংশ নেয়। সমাপনী দিনে আরো উপস্থিত ছিলেন ভোলা থিয়েটার এর সভাপতি নাসির উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবিদুল আলম, নির্বাহী সদস্য অতুন করঞ্জাই, আনোয়ার পারভেজ সহ আরো অনেকে।
অধ্যাপক ড.সুদীপ চক্রবর্তী এই প্রশিক্ষণ বিষয়ে বলেন, ‘ভোলা থিয়েটার এর উদ্যোগে এই অভিনয় প্রশিক্ষণ কর্মশালাটি এই জেলার নতুন অভিনয় শিল্পী তৈরি করতে ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ভোলা থিয়েটারের নাট্যকর্মীদের অনেক কাজে লাগবে আশাকরি। এর মাধ্যমে অভিনয় এর মূল উপাদান সম্পর্কে জানতে পেরেছে প্রশিক্ষণার্থীরা। সেখান থেকে পাশ্চাত্য, প্রাচ্য এবং বাংলা নাটকে কি করে অভিনয় করতে হয়, কি করে আরো বাস্তববাদী করা যায় সেই কাজ গুলো শিখানো হয়।’
ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক আবিদুল আলম বলেন, তৃনমূল পর্যায়ে মঞ্চ নাটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নিয়ে ভোলার বিভিন্ন স্কুল, কলেজে অভিনয় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিনয় শিল্পকে গতানুগতিক না রেখে এই শিল্পকে আরো আধুনিক করার জন্য প্রয়োজন। বিশেষ করে যারা মঞ্চে অভিনয় করে তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য দুইদিন ব্যাপী এই অভিনয় প্রশিক্ষণ অনেক উপকারে আসবে।
প্রশিক্ষণ নিতে আশা সন্তু দাশ, অহসী করঞ্জই, ইম্পা’সহ আরো অনেকই জানান, অভিনয় এর উপর দুদিনের প্রশিক্ষণ পেয়ে আমরা অত্যন্ত খুশী। কারণ এর মাধ্যমে আমরা অভিনয়ের নতুন কৌশল শিখতে পেরেছি। কিভাবে মঞ্চে দাঁড়ানো যায়, কথা বলা, চরিত্র অনুযায়ী কিভাবে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করা যায় সেই শক্তি সাহস আমরা এই দুদিন এই প্রশিক্ষণ থেকে পেয়েছি। এর মাধ্যমে অভিনয় শিখার পাশাপাশি আমাদের ব্যক্তি জীবনেও এই প্রশিক্ষণ কাজে লাগবে বলে আশাকরি।