সিলভা ম্যানচেস্টার সিটিতেই থাকবেন: গার্দিওলা
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
সিলভা-ম্যানচেস্টার-সিটিতেই-থাকবেন-গার্দিওলা
ব্যক্তিগত কারণে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল ছাড়ার বিষয়ে সিলভাকে নিয়ে কয়েকদিন ধরেই দলবদলের বাজারে গুঞ্জন রয়েছে।
২৮ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার রোববার নিউক্যাসলের সাথে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে মূল একাদশে ফেরার আগে মৌসুমের শুরুর দুই ম্যাচে বদলী বেঞ্চে ছিলেন।
সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ও পিএসজির পক্ষ থেকে সিলভার সাথে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বার্সেলোনার বিপক্ষে সিটিজেনদের প্রীতি ম্যাচের পরে গার্দিওলাকে সিলভার ভবিষ্যত নিয়ে জিজ্ঞেস করা হলে সিটি বস অবশ্য খুব একটা অস্বস্তিকর কোন মন্তব্য করেননি। যদিও গ্রহনযোগ্য প্রস্তাবের প্রেক্ষিতে সিলভার দলবদলের বিষয়ে তার কিছুটা ইঙ্গিত ছিল। তবে গ্রীষ্মকালীণ দলবদলের ডেডলাইন যতই এগিয়ে আসছে সিলভাকে নিয়ে ততই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন গার্দিওলা।
এ সম্পর্কে সিটি বস বলেছেন, নিশ্চিতভাবেই সে এখানে থাকছে। সিলভার ব্যপারে আমরা অন্য কোন ক্লাবের পক্ষ থেকে এখনো কোন ফোন কল পাইনি। সে কারণে বলাই যায় সে কোথাও যাচ্ছেনা। আমি এ ব্যপারে অনেকটাই নিশ্চিত।
গত মৌসুমে লিগ শিরোপা জয়ের পর একে একে দলত্যাগ করেছেন রাহিম স্টার্লিং, গাব্রিয়েল জেসুস ও ওলেকসান্দার জিনচেনকোন মত তারকারা। কিন্তু তার পরিবর্তে দলে এসেছেন আর্লিং ব্রট হালান্ড ও কালভিন ফিলিপস। নতুন এই দল নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছে গার্দিওলা, ‘আমি সবসময়ই সন্তুষ্ট। গত ছয় বছর ধরে এখানে কাজ করছি, সপ্তম বছর শুরু হয়েছে’।
ইনজুরির কারণে রক্ষনভাগে দুই নির্ভরযোগ্যতা খেলোয়াড় অমারিক লাপোর্তে ও ন্যাথান এ্যাকে দলের বাইরে রয়েছে। বার্সেলোনার বিপক্ষে রুবেন ডিয়াসের পরিবর্তে টিনএজার লুক এমবেটে খেলেছেন।