শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংসদ অধিবেশন রোববার, নির্বাচন হবে ডেপুটি স্পিকার

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার

সংসদ-অধিবেশন-রোববার-নির্বাচন-হবে-ডেপুটি-স্পিকার

সংসদ-অধিবেশন-রোববার-নির্বাচন-হবে-ডেপুটি-স্পিকার

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী রোববার বিকেল ৫টায় বসছে। এ অধিবেশনের প্রথম দিনেই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

গত ১১ অগাস্টে এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসতে যাওয়া এই অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। সংসদ অধিবেশন শুরুর আগে বিকাল ৪টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যাবলী ঠিক হবে।

দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন একজন। তারপর আরেকজন সমর্থন করবেন।

পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।

আরো পড়ুন> ‍‍‍বঙ্গবন্ধুর আদর্শ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: ত্রাণ প্রতিমন্ত্রী

নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশনের থাকে তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশনে না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রোববার কার্যাবলীর শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

এর আগে, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা সাতটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোক প্রস্তাব তুলবেন স্পিকার। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে।