দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন চ্যালেঞ্জ: বাশার
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
দ্বিতীয়-রাউন্ডে-যাওয়া-কঠিন-চ্যালেঞ্জ-বাশার
এই টুর্নামেন্টে তিনবারের ফাইনালিস্ট বাংলাদেশ। সবশেষ দুই আসরের রানার্সআপ টাইগাররা। এবারও ফাইনালে শিরোপার জন্য লড়তে প্রত্যয়ী সাকিব আল হাসানের দল। তবে ফাইনালে পৌঁছাতে গ্রুপ পর্ব এবং সুপার ফোরের বাধা টপকাতে হবে বাংলাদেশকে। প্রথম পর্বে লড়তে হবে আফগানিস্তান-শ্রীলংকার বিপক্ষে। দুই দলকে মোকাবেলা করে দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান ছাড়াও আছে শ্রীলংকা। তাই গ্রুপপর্বে কোনো ভুল করার সুযোগ দেখছেন না সুমন, ‘সবাই চাচ্ছে বিশেষ কিছু করতে। আমাদের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন একটা চ্যালেঞ্জ, গ্রুপটাও ওরকম। একটা সেরা দল বাদ পড়বে। এখানে ভুল করার সুযোগ খুব একটা নেই’।
বাংলাদেশের সাম্প্রতিক টি-২০র পারফরম্যান্সে টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা করছে না বাংলাদে দেশ ছাড়ার আগে সাকিবও তাই বলে গেছেন, অন্তত সুপার ফোরে খেলতে চান তারা।
আরব আমিরাতে নতুন হেড কোচের আদলে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে বাংলাদেশের দলে থাকবেন শ্রীধরন শ্রীরাম। তবে নতুন এই কোচের অধীনে বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে?
হাবিবুল বাশার সুমন বলেন, পরিবর্তন নির্ভর করছে খেলার ওপর, খেলার দিন বোঝা যাবে। অনুশীলনে সবকিছু খোলা মনে করা যায়, সবাই নিজের সেরাটা খেলতে পারে। কথাবার্তায়ও সবাই অনেক ইতিবাচক। তবে আমরা কতটা বদলাতে পেরেছি, কতটা খেলতে পারছি সেটা ম্যাচের দিনই বোঝা যাবে।
এশিয়া কাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করে সুমন বলেন, আমি খুব আশাবাদী। পরিবর্তন আমরা যেটাই করতে চাই, মূল লক্ষ্য তো ম্যাচটা জেতা। সবাই খুব ইতিবাচক। আশা করছি ম্যাচে আমরা প্রতিফলনটা দেখতে পারবো।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩০শে আগস্ট আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। ১লা সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে টাইগাররা।