শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিসংখ্যনে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ভারতই

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার

পরিসংখ্যনে-পাকিস্তানের-বিপক্ষে-এগিয়ে-ভারতই

পরিসংখ্যনে-পাকিস্তানের-বিপক্ষে-এগিয়ে-ভারতই

১৫তম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে আগামীকাল মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। পরিসংখ্যন অনুযায়ী মহাদেশীয় এ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ভারত।

এশিয়া কাপের মঞ্চে এ পর্যন্ত মোট ১৫বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তাতে ভারতেরই জয়ের পাল্লা ভারী। ৮বার জয় পায় ভারত এবং ৫বার জিতেছে  পাকিস্তান। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিলো টি-২০ ফরম্যাটে। ঐ আসরে ভারত ৫ উইকেটে হারিয়েছিলো পাকিস্তানকে।

১৯৮৪ সালে এশিয়া কাপে প্রথম মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ঐ ম্যাচটি ৫৪ রানে জিতেছিলো ভারত। আর ২০১৮ সালের সর্বশেষ আসরে দু’বার দেখা হয় দু’দলের। দু’বারই পাকিস্তানকে হারানোর স্বাদ নেয় ভারত।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান হেড-টু-হেড :

১৯৮৪ সাল : ভারত ৫৪ রানে জয়ী।

১৯৮৮ সাল : ভারত ৪ উইকেটে জয়ী।

১৯৯৫ সাল : পাকিস্তান ৯৭ রানে জয়ী।

১৯৯৭ সাল : দু’বার মুখোমুখি হয় দু’দল। দু’টি ম্যাচই পরিত্যক্ত হয়।

২০০০ সাল : পাকিস্তান ৪৪ রানে জয়ী।

২০০৪ সাল : পাকিস্তান ৫৯ রানে জয়ী।

২০০৮ সাল : ভারত ৬ উইকেটে জয়ী।

২০০৮ সাল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

২০১০ সাল : ভারত ৩ উইকেটে জয়ী।

২০১২ সাল : ভারত ৬ উইকেটে জয়ী।

২০১৪ সাল : পাকিস্তান ১ উইকেটে জয়ী।

২০১৬ সাল : ভারত ৫ উইকেটে জয়ী (টি-২০ ফরম্যাট)।

২০১৮ সাল : ভারত ৯ উইকেটে জয়ী।

২০১৮ সাল :    ভারত ৮ উইকেটে জয়ী।