খাদ্য উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
খাদ্য-উৎপাদন-বৃদ্ধি-ও-দ্রব্যমূল্য-নিয়ন্ত্রণ-সরকারের-মূল-লক্ষ্য-জনপ্রশাসন-প্রতিমন্ত্রী
শনিবার দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রনমুক্ত পানির স্থাপনা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের মূল্য বৃদ্ধির কারণে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কিভাবে দাম কমিয়ে আনা যায় তা নিয়ে সরকার কাজ করছে। উন্নত দেশগুলোতে অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে। এ অবস্থায় দেশের মানুষের জীবনমান ধরে রেখে যেকোনো সমস্যা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে চায় সরকার।
তিনি আর ও বলেন, এরই মধ্যে সরকার করোনাকে সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসব পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সব প্রতিকূলতা জয় করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, পুলিশ সুপার রাফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।