বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
বিদ্যুৎ-পরিস্থিতি-উন্নতি-হয়েছে-জ্বালানি-প্রতিমন্ত্রী
শনিবার বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের মতো দেশেও জ্বালানির দাম ৮০ শতাংশ বাড়াচ্ছে। তাদের ওপরও যুদ্ধের প্রভাব পড়েছে। আমরাও বৈশ্বিক পরিস্থিতির বাইরে নই। সুতরাং আমাদের আরো ধৈর্য ধরতে হবে। বিশ্ববাজারে যদি জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়, তাহলে আমরাও জ্বালানির দাম কমাব।
আরো পড়ুন> ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, দেশে জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে গত এক মাস আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরো স্বাভাবিক হবে।
নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম আমলের পরিকল্পনা থেকে সরে গিয়ে ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ধ্বংস করে দিয়েছিল বিদ্যুৎ-জ্বালানি খাতকে। তারা নিজেরা পকেট ভারী করতে শুধু খাম্বা বাণিজ্য করেছে।