শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের মাদার তেরেসা পুরস্কার পেলেন তরফদার রুহুল আমীন

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার

ভারতের-মাদার-তেরেসা-পুরস্কার-পেলেন-তরফদার-রুহুল-আমীন

ভারতের-মাদার-তেরেসা-পুরস্কার-পেলেন-তরফদার-রুহুল-আমীন

বাংলাদেশের ক্রীড়াজগতে বিশেষ করে ফুটবলে অনবদ্য অবদানের জন্য ২৩তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন সাইফ পাওয়ারটেক লি: এর ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম আবাহনী লি: এর সহ সভাপতি তরফদার মো. রুহুল আমীন। 

মাদার তেরেসার ১১২তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কলকাতার সেন্ট জেমস স্কুল অডিটোরিয়ামে ক্রীড়াজগতে অবদানের জন্য এ সম্মাননা তার হাতে তুলে দেন পশ্চিম বঙ্গের সাবেক গভর্নর এবং কলকাতা ও এলাহবাদ হাইকোর্টের সাবেক প্রধান বিচারক জাস্টিস শ্যামল সেন। 

সম্মাননা গ্রহণ করে তরফদার রুহুল আমিন বলেন, মাদার তেরেসার নামাঙ্কিত এ পুরস্কার পেয়ে আমি গর্বিত। এটা অনুভব করার মতো বিষয়। মাদার তেরসার মতো একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মননা পেয়ে আমি আনন্দিত।

তিনি আরো বলেন, আমরা চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কাজ করছি। আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্যাপ্টেন শেখ কামাল। যিনি বাংলাদেশকে স্বাধীনতার পরবর্তীতে যুবসমাজকে একত্রিত করতে আধুনিক ফুটবল প্রবর্তন করেছিলেন। আধুনিক স্পোর্টস প্রবর্তন করেছিলেন। ক্রীড়া জগতে আধুনিক সংস্কৃতি প্রবর্তন করেছিলেন। তার এ অনুপ্রেরণাকে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে স্পোর্টস ও ফুটবল নিয়ে কাজ করে যাচ্ছি। বিভিন্ন স্পোর্টস অঙ্গনে কাজ করে চলেছি। সেটার স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিকভাবে আজকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করলাম। এটা আসলে অত্যন্ত আনন্দের ও খুবই সুখকর মুহূর্ত। এটা পাওয়াতে যেটা হলো আমরা যারা কাজ করি কাজের স্পৃহা আরও বেড়ে যাবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আরও কাজ করতে পারব।
বাংলাদেশের ফুটবলে বিশেষ অবদান রেখে যাচ্ছেন তরফদার মোঃ রুহুল আমিন। তিনি চট্টগ্রাম শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ভিন্ন মাত্রা সৃষ্টি করেন। 

এছাড়া বিশেষ করে করোনাকালে দেশের ৬৪ জেলা, ১০০টির মত ক্লাব এবং প্রায় এক হাজার ফুটবলারের পাশে দাড়িয়েছিলেন সহযোগিতা নিয়ে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিওসি লে: জেনারেল রানা প্রতাপ কালিতা, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কনস্যুলার মো. বশির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ইন্টারন্যাশনাল এওয়ার্ড কমিটির  চেয়ারম্যান ড. টি এইচ আয়ারল্যান্ড।

একইসঙ্গে এদিন এ সম্মাননা পান কলকাতার ইন্দ্রজিত দাশগুপ্ত, ব্রততী ভট্টাচার্য সত্যজিত ব্যনার্জী (প্রশাসনিক), রাচেল ইলিয়াস, হার্সিদ চোকানি (শিক্ষা), ডা. সুমিত পোদ্দার (ফিজিশিয়ান), অঞ্জন বোস (মিডিয়া), প্রদীপ কুমার হাজরা (শিল্পপতি)সহ ভারতের বিভিন্ন জগতের বিশিষ্ট জনেরা।