কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
কাতারকে-হারিয়ে-কোয়ার্টার-ফাইনালে-বাংলাদেশ
২১তম এশিয়ান অনূর্ধ্ব-২০ পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২২ এর কোয়ার্টার ফাইনাল উঠলো বাংলাদেশ। ২২ আগস্ট থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ২৯ তারিখ পর্যন্ত। যেখানে ১৭টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে প্রিলিমিনারি রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে।
শুক্রবার ক্লাসিফিকেশন রাউন্ডের ম্যাচে শক্তিশালী কাতারকে ২০-২৫, ২৫-১৯, ২৫-১৮, ২৩-২৫ ও ১৫-৯ পয়েন্টে (৩-২ সেটে) হারিয়ে শেষ আট নিশ্চিত করে বাংলার যুবারা।
শনিবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তান কিংবা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা।
কাতারের বিপক্ষে বাংলাদেশ ২০-২৫ পয়েন্টে প্রথম সেট হেরে যায়। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় যুবারা। তারা ২৫-১৯ ব্যবধানে জিতে নেয়। এরপর তৃতীয় সেটও জিতে নেয় ২৫-১৮ পয়েন্টে।
তবে চতুর্থ সেটে গিয়ে দুদলের মধ্যে লড়াই জমে উঠে। তবে ২৩-২৫ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তাতে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে।
সেখানে বাংলাদেশের যুবারা জয় পায় ১৫-৯ পয়েন্টের ব্যবধানে। তাতে ৩-২ সেটের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইরাককে ৩-১ সেটে ও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৩-২ সেটে হেরে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাসিফিকেশন রাউন্ড তথা ফাইনাল রাউন্ডে পৌঁছে যায় বাংলাদেশ।
আজ থেকে শুরু হলো ফাইনাল রাউন্ডের ম্যাচ। ফাইনাল রাউন্ডের ১২টি দল থেকে ৮টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। ইতোমধ্যে ভারত, বাহরাইন, সৌদি আরব, ইরান ও বাংলাদেশ শেষ আট নিশ্চিত করেছে।