শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেইমার-এমবাপে ভাই ভাই

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার

নেইমার-এমবাপে-ভাই-ভাই

নেইমার-এমবাপে-ভাই-ভাই

নেইমার-এমবাপের মনোমালিন্যকে সংবাদমাধ্যমের অতিরঞ্জন বলে মনে করেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। তিনি তাদের এই সমস্যাকে ভাই-ভাইয়ে ঝগড়ার সঙ্গে তুলনা করেছেন। 

কয়েক সপ্তাহ ধরে এমবাপের সঙ্গে মেসি-নেইমারদের মনকষাকষির খবর শিরোনাম হয়েছে। খেলা চলাকালে পেনাল্টি নিয়ে নেইমারের সঙ্গে বিরোধ, পাস না দেওয়া নিয়ে মেসিকে এমবাপের ধাক্কা দেওয়ার দৃশ্য সেসব গুঞ্জনকে আরও উসকে দেয়। 

বিশেষ করে এমবাপের সমালোচনা করে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে নেইমারের ‘লাইক’ দেওয়ার পর আর কারও বুঝতে বাকি থাকে না যে তাদের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে।

তবে নাসের আল খেলাইফি নেইমার-এমবাপের বিরোধকে সরাসরি অস্বীকার করেন। তিনি সংবাদমাধ্যমের ঘাড়ে পুরো দোষ চাপালেন, তিনি বলেন ‘না, না। তাদের মধ্যে কোনো সমস্যাই নেই। আমার মনে হয় আপনারা মিডিয়ারাই আসলে সমস্যা তৈরি করেন। তাদের মধ্যে একেবারে কোনো সমস্যা নেই।’

পরক্ষণেই অবশ্য এই দুই ফরোয়ার্ডের মনোমালিন্যের বিষয়টি এক প্রকার স্বীকার করে সেটাকে ভাই-ভাইয়ের ঝগড়ার সঙ্গে তুলনা করেন খেলাইফি, ‘আমার ভাইদের সঙ্গে আমি ঝগড়া করতে পারি, এটা স্বাভাবিক। তারা ভালো বন্ধু এবং খুবই ভালো সতীর্থ।’

গত রাতে চ্যাম্পিয়ন্স লিগ ড্রতে গ্রুপ ‘এইচ’এ জায়গা হয় পিএসজির। এই গ্রুপে তাদের সঙ্গী ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, পর্তুগিজ ক্লাব বেনফিকা এবং ইসরায়েলের মাকাবি হাইফা।