শুক্রবারের স্পেশাল চিংড়ি খিচুড়ি
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
শুক্রবারের-স্পেশাল-চিংড়ি-খিচুড়ি
উপকরণ: চাল এক কাপ, মুগডাল এক কাপ, শাহীজিরা ১/৪ চা চামচ, পেঁয়াজ বাটা ১/৪ কাপ, আদা বাটা এক টেবিল চামচ, গরম পানি আড়াই কাপ, কাঁচা বাদাম দুই টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, কাঁচা মরিচ বাটা পাঁচটি, লবণ পরিমাণ মতো, গরমমশলা আটটি, শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ, তেল বা ঘি কোয়ার্টার কাপ, ছোট চিংড়ি ১০ থেকে ১২টি।
প্রণালী: মুগডাল ও চাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। চুলায় পাত্রে তেল দিয়ে গরমমশলা ও আদা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ গুঁড়া, কাঁচামরিচ ও জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার চাল ও ডাল মিশিয়ে দিতে হবে। চাল, মশলাসহ চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিন। অর্ধেক সিদ্ধ যখন হবে তখন চিংড়িগুলো দিয়ে দিন। পানি শুকিয়ে এলে দমে বসিয়ে রাখুন কয়েক মিনিট। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি খিচুড়ি।