টিকটক বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ
প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
টিকটক-বন্ধে-সংসদীয়-কমিটির-সুপারিশ
বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিকটক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, টিকটক নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এই অ্যাপটি নেতিবাচকভাবে বেশি ব্যবহার হচ্ছে। বিভিন্ন হিংসাত্মক কর্মকাণ্ড, গুজব ও অপ্রচার ছড়ানো হচ্ছে। পরে তিনি অ্যাপটি বন্ধের সুপারিশ করেন।
এদিকে টিকটক বন্ধের বিষয়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক জানান, বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে ব্যবহৃত ইন্টারনেটের ৮০ শতাংশ ব্যয় হয় টিকটক অ্যাপের পেছনে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রতিহিংসামূলক, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হয়। এর ইতিবাচকের চেয়ে নেতিবাচক ব্যবহার বেশি হচ্ছে।
সব ধরনের তথ্য-উপাত্তসহ টিকটক অ্যাপ বন্ধে এরই মধ্যে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশ নেন।