শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁয় কিশোর গ্যাংয়ের লুটপাট

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ম্যাকডোনাল্ডসের-রেস্তোরাঁয়-কিশোর-গ্যাংয়ের-লুটপাট

ম্যাকডোনাল্ডসের-রেস্তোরাঁয়-কিশোর-গ্যাংয়ের-লুটপাট

যুক্তরাজ্যে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডেসের একটি রেস্তোরাঁয় ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ৫০ জন কিশোর-কিশোরী। আকস্মিকভাবে তারা ওই রেস্তোরাঁ ঢুকে খাবার ও পানীয় চুরি করেছে, কর্মচারীদের ভয় দেখিয়েছে, কারো কারো গায়ে হাতও তুলেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দেশটির নটিংহ্যাম শহরের ক্লাম্বার স্ট্রিট এলাকার ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁয় স্থানীয় সময় রাত ৯ টার দিকে ঘটে এই ঘটনা।

নটিংহ্যাম পুলিশ জানিয়েছে, দলটিতে অন্তত ৫০ জন কিশোর-কিশোরী ছিল এবং তাদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে।

রেস্তোরাঁটির কর্মচারিরা বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে কিশোর-কিশোরীদের দলটি ঝড়ের মতো দোকানে প্রবেশ করে এবং তাদের একটি অংশে ছিলেন প্রায় ৩০ জন, যারা কাউন্টার ও কিচেনে ঢুকে বার্গার, পিজাসহ অন্যান্য যেসব খাবার তৈরি অবস্থায় ছিল, সেসব এবং কোমল পানীয় লুট করে।

অপর অংশটি রেস্তোরাঁয় হট্টগোল ও কর্মচারীদের ভয় দেখানো এবং গোটা ঘটনার ভিডিও ধারণে ব্যস্ত ছিল। এই টিমে ছিলেন প্রায় ২০ জন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করা সেই ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন>> সমুদ্রে ঢেউয়ের ধাক্কায় ডুবে গেল বিলাসবহুল প্রমোদতরী!

খাদ্য ও পানীয় লুট করার পর তারা সবাই একসঙ্গে রেস্তোরাঁটি ত্যাগ করে। তবে খাবার চুরি করলেও রেস্তোরাঁ ক্যাশবাক্সে তারা হাত দিয়েছেন— এমন তথ্য পাওয়া যায়নি।

পুলিশের কর্মকর্তারা জানান, ম্যাকডোনাল্ডসের ওই রেস্তোরাঁটিতে লুটপাট চালানোর প্রায় ঘণ্টাখানেক পর শহরের মিলটন স্ট্রিটে ম্যাকডোনাল্ডসের আর একটি শাখায় হানা দেওয়ার পরিকল্পনা করেছিল এই কিশোর-কিশোরীরা।

কিন্তু ক্লাম্বার স্ট্রিটের ওই ঘটনার পর শহরের অন্যান্য ম্যাকডোনাল্ডসের শাখাগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে আর সেই সাহস করেনি তারা।

সূত্র: এনডিটিভি