বন্যায় ঘর হারালেন ‘কোক স্টুডিও’র গায়ক
প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
বন্যায়-ঘর-হারালেন-কোক-স্টুডিওর গায়ক
‘কানা ইয়ারি’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন ওয়াহাব আলী। শ্রোতাপ্রিয় এই গান ‘কোক স্টুডিও’-তে এক নম্বরে ছিল। বালুচিস্তানের বন্যার ফলে এই গায়কের মাটির বাড়ি ভেঙে গেছে। পরিবার নিয়ে দুর্বিষহ জীবন পার করছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গায়কের অসহায় অবস্থার ছবি ভাইরাল হয়েছে। এরপর অনেকেই তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন। বালুচিস্তানের বন্যা তহবিলের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
পাকিস্তানি মিডিয়া সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক ওয়াহাব আলী বাগতির খবরটি ভাইরাল হওয়ার পর তার পরিবারকে সাহায্য করেছে সেনাবাহিনী। এছাড়া বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্টদের এই শিল্পীকে সাহায্য করার নির্দেশ দেন। বর্তমানে এই শিল্পীর পরিবারকে ডেরা মুরাদ জামালিতে স্থানান্তর করা হয়েছে।
সম্প্রতি পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বন্যায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরহারা হয়েছেন হাজার হাজার মানুষ।