বৃষ্টি নামবে, তাপমাত্রাও বাড়বে
প্রকাশিত : ০১:১০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
বৃষ্টি-নামবে-তাপমাত্রাও-বাড়বে
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।। এমনকি রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন> সঞ্চয় ভেঙে সংসার চালাতে হচ্ছে জার্মানদের
আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় রয়েছে।
শাহানাজ সুলতানা আরো বলেন, আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার সন্ধ্যা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে ৪১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রাঙ্গামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস।