২ কোটি ২০ লাখ শিশু টিকা পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০১:১০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
২-কোটি-২০-লাখ-শিশু-টিকা-পাবে-গণশিক্ষা-প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুদের করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিশুরা অনেক আগ্রহের সঙ্গে টিকা নিতে এসেছে। এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছে আপাতত তাদের টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। আমরা কেন্দ্রভিত্তিক টিকাদান কার্যক্রম শুরু করেছি। এতে শিশুরা নির্দিষ্ট কেন্দ্রের অধীনে স্কুলে গিয়েই টিকা নিতে পারবে।
তিনি আরো বলেন, আমরা প্রথমে দেশের সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালনা করবো। পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় এ কার্যক্রম চলবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিশুদের জন্য ডোজ কমিয়ে ০.২ এমএল টিকার ব্যবস্থা করেছি। আশা করি, সুন্দরভাবে আমরা এ কার্যক্রম শেষ করতে পারব। প্রথম ১২ দিন স্কুলে চলবে টিকাদান কার্যক্রম। পরবর্তী দুইদিন ভাসমান পথশিশুদের টিকা দেওয়া হবে।