ত্বকের যত্নে কেন ফুল ব্যবহার করা হয়?
প্রকাশিত : ০৯:৩৮ এএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ত্বকের-যত্নে-কেন-ফুল-ব্যবহার-করা-হয়
বিভিন্ন ধরনের ফুল আর ফল ব্যবহার করা হয় প্রসাধনী সামগ্রী তৈরি করতে। জুঁই বা বেলী ফুলের গন্ধযুক্ত তেল কিংবা গোলাপের গন্ধের ভরা ক্রিম-আরো কত কিছুইতো হয়। তা নিয়ে মাতামাতিও কম নয়। কিন্তু কেন ফল আর ফুলে কী এমন আছে, যা ত্বকের যত্ন নেয়? শুধুই এর মিষ্টি গন্ধে ভুলে যায় না তো মন?
বিশেষজ্ঞরা বলছেন, ফুলে থাকে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, মিনারেল। কোনো প্রসাধনী সামগ্রীতে ফুলের কিছু অংশ ব্যবহার করলে এ সবই চলে যায় তাতে।
সে ধরনের প্রসাধনী মুখে ব্যবহার করলে ত্বক তুলতুলে হয়। সঙ্গে চেহারায় ঔজ্জ্বল্য আসে। ফল ও ফুলের রস ত্বকে লাগলে তা চামড়ায় ভিতরে ঢুকে যায়। রক্ত চলাচল ভাল হয় বলেও বক্তব্য চিকিৎসকদের। সে সঙ্গে ত্বকের উপরের স্তরে জমে থাকা ময়লা পরিষ্কার হয় এই রসে।
ত্বকে বয়সের ছাপ ঢাকতেও কাজে লাগে ফল ও ফুল। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিড্যান্ট চামড়ায় পড়া যে কোনো রেখা বা দাগ-ছোপ কমাতে সাহায্য করে।